Sobuj Bangladesh (সবুজ বাংলাদেশ)

‘‘গ্রীণ হাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে আসুন বনায়ন নিয়ে কাজ করি‘‘

নীতিমালা

সংবিধান পড়ুন

 

ভুমকিাঃ
মহান আল্লাহ্‌র নামে শুরু করছ।ি স্বপ্নকে তো আর ছুঁয়ে দখো যায়না, তবে চষ্টোর মাধ্যমে তাকে বাস্তবে রূপ দওেয়া যায়। আমরাও যে স্বপ্ন নয়িে সংগঠন শুরু করতে চয়েছেলিাম তার বাস্তবায়নরে চষ্টোয় আমরা যাত্রা শুরু করতে পরেছে।ি আলহাদুলল্লিাহ। 
 ০১-০৬-২০২৩ তারখিে স্বপ্নায়ন ফাউন্ডশেনরে কয়কেজন সপ্নবাজ ছলেরে মাথায় স্বনর্ভির সংগঠনরে আইডয়িাটরি উদয় হয়। সমাজরে জন্য কাজ করে যাওয়া নবিদেতি প্রাণ ছলেগেুলো হঠাত করইে বুঝতে পারে এবার নজিদেরেে জন্য কছিু করতে হব।ে ভাবতইে ভাবতইে মাথায় আসে নজিদেরে টাকায় নজিদেরে র্কমসংস্থানরে ব্যবস্থা করা পাশাপাশি বৃহৎ পরসিরে আশপোশরে এলাকায় নজিদেরে চন্তিা চতেনা অনুযায়ী র্কমসূচী গ্রহণ করে অন্য মানুষরে র্কমসংস্থানরে মাধ্যমে নজিদেরে আয় বাড়ানো, নজিরে এবং সংগঠনরে অন্য সদস্যরে সংসারে সচ্ছলতা বাড়ানোর। এটি হবে একটি সর্ম্পূণ বানজ্যিকি এবং লাভজনক প্রতষ্ঠিান। সমতা, সততা, সহর্মমতিা ও সহযোগতিার এক উৎকৃষ্ট উদাহরণে পরনিত হবে এই সংগঠন। সবার কাছে এই কামনাই করছ।ি প্রাথমকি সদস্যদরে কাছ থকেে কছিু চাঁদা ইতমিধইে সংগ্রহ করা হয়ছেে এবং এর মাধ্যমে সংগঠনটি যে যাত্রা শুরু করছেে সখোন থকেে শুধু সামনইে ইনশাআল্লাহ।
 
ধারা নং- ০১ ঃ সংগঠনের নাম-
বাংলা ঃ স্বপ্নায়ন ফাউন্ডেশন
ইংরেজি ঃ ঝডঅচঘঅণঅঘ ঋঙটঘউঅঞওঙঘ
ধারা নং- ০২ ঃ সংগঠনের ঠিকানা- 
গ্রামঃ তামাট, ডাকঘর- তামাট, উপজেলা- ভালুকা, জেলা- ময়মনসিংহ।
ধারা নং- ০৩ ঃ কার্যএলাকা- ময়মনসিংহ।
ধারা নং- ০৪ ঃ অর্থবছর- ০১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত।
ধারা নং- ০৫ ঃ লক্ষ্য ও উদ্দেশ্য
ধারা নং- ০৬ ঃ সদস্যের প্রকারভেদ
ধারা নং- ০৭ ঃ সদস্যপদ বাতিলের বিধান
ধারা নং- ০৮ ঃ সদস্যপদ পুনঃবহাল
 
ধারা নং- ০৯ ঃ কার্যকরী পরিষদের কার্যাবলি
ধারা নং- ১০ ঃ পদ ভিত্তিক কার্যকরি পরিষদের দায়িত্ব ও কর্তব্য
ধারা নং- ১১ ঃ উপকমিটি গঠন-
কমিটিকে সহযোগিতা করার জন্য একটি উপকমিটি গঠন করা।
ধারা নং- ১২ ঃ সদস্যগণের অধিকার
ধারা নং- ১৩ ঃ নির্বাচন বিধি
ধারা নং- ১৪ ঃ কর্মকর্তা/কর্মচারী নিয়োগ
ধারা নং- ১৫ ঃ সভা আহবান
ধারা নং- ১৬ ঃ সদস্যগণের প্রদত্ত চাঁদা ফেরত
ধারা নং- ১৭ ঃ আয়-ব্যয়
ধারা নং- ১৮ ঃ হিসাব-নিকাশ
ধারা নং- ১৯ ঃ হিসাব নিরীক্ষা
ধারা নং- ২০ ঃ সীমাবদ্ধতা
ধারা নং- ২১ ঃ বিলুপ্তি
২। সংগঠনের উদ্দেশ্য ঃ
ক. সদস্যগণের সম্মলিত প্রয়াসে বিনিয়োগ যেমন- গরু পালন, জমি ক্রয়, মার্কেট নির্মাণ,
গাড়ি ক্রয় ইত্যাদি লাভজনক প্রকল্প। 
খ. ব্যক্তিগত উন্নয়ন।
গ. সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুযোগ/আত্মকর্মসংস্থান সৃষ্টি।
ঘ. পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন।
ঙ. সামাজিক তথা দেশের অর্থনীতিতে নুন্যতম হলেও ভ‚মিকা রাখা।
 
৩। সদস্যপদ বাতিল ঃ 
ক. ০৬ (ছয়) মাসের বেশি সঞ্চয় খেলাপী থাকিলে।
খ. নীতিমালার শৃংখলা ভঙ্গ করিলে।
গ. রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সংশ্লিষ্ঠতা থাকিলে।
৪। সদস্যদের দায়িত্ব ঃ 
ক. নীতিমালা অনুযায়ী শৃংখলা বজায় রাখা।
খ. নিয়মিত সঞ্চয় প্রদান করা।
গ. প্রতিটি সভায় যথাসময়ে উপস্থিত হওয়া।
ঘ. প্রতিমাসের ০১ থেকে ১০ তারিখের মধ্যে নির্ধারিত চাঁদা (১০০ টাকা) প্রদান করা।
৫। কার্যকরী পরিষদের দায়িত্ব ঃ
ক. নীতিমালা অনুযায়ী সার্বিক দায়িত্ব পালন করা।
খ. প্রয়োজন অনুযায়ী সভার আয়োজন করা।
গ. নীতিমালা অনুযায়ী সকলের উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখা।
৬। কার্যক্রম ঃ 
ক. আমাদের সদস্য সংখ্যা সর্বনি¤œ ৩০০ জন, প্রতিমাসে যদি প্রত্যেক সদস্য ১০০/- টাকা
করে সঞ্চয় জমা করে তাহলে মোট টাকার পরিমাণ হবে  ১০০ টাকা দ্ধ ৩০০ জন = 
৩০,০০০/- (ত্রিশ হাজার)। উল্লেখ্য যে, পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে।
খ. আমাদের মূল পরিকল্পনা হচ্ছে, গরু কিনে বর্গা দেওয়া, সংগঠনের নামে গরুর ফার্ম
করে গরু পালন করা, লাভজনক জমি ক্রয়, জমি ক্রয় করে মার্কেট নির্মাণ, গাড়ি ক্রয়
করে ভাড়া দেওয়া ইত্যাদি লাভজনক প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন।
গ. সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক পরিচালনা করা। (বর্তমানে গ্রæপের মাধ্যমে এবং
ভবিষ্যতে এপস এর মাধ্যমে)
ঘ. প্রত্যেক সদস্য আপতকালীন তার মূল অ্যামাউন্টের ৫০% এক মাসের জন্য ধার হিসেবে
নিতে পারবে। কিন্তু এক মাস পর তা পরিশোধ না করিলে তার অ্যামাউন্টের ৫০% 
কেটে নেয়া হবে।
ঙ. প্রত্যেক সদস্যের মোট টাকার উপর ভিত্তিতে করে মুনাফা বন্টন করা হবে।
চ. উক্ত সংগঠনের সদস্য সংখ্যা সর্বনি¤œ ৩০০ জন হবে ভবিষ্যতে সর্বসম্মতিক্রমে সদস্য 
কম-বেশি হইতে পারে।
ছ. আমাদের মধ্যে কোন সদস্য যদি মৃত্যু বরণ করেন, তা’হলে তাহার নমিনিকে সমুদয় 
টাকা ফেরত প্রদান করিব।
 
জ. প্রতিমাসের ১৫ তারিখে সাধারণ সভার মাধ্যমে অত্র স্বপ্নায়ন ফাউন্ডেশনের বিভিন্ন কার্য্য
সর্ম্পকে আলোচনা করিব। (অনলাইন/অফলাইন)
ঝ. আমাদের সকলের প্রাণপ্রিয় নাম স্বপ্নায়ন ফাউন্ডেশন নামক একটি অরাজনৈতিক
প্রতিষ্ঠান হিসাবে গড়িয়া তুলিব।
ঞ. আমাদের সদস্যগণের মধ্যে যদি কোন সদস্য আকর্ষিক বিপদগ্রস্ত হয় বা কোন প্রকার
দূর্ঘটনায় পতিত হয় তা’হলে আমরা সংগঠনের সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে
তাহাকে আর্থিক অনুদান প্রদান করিব।
ট. আমরা সকল সদস্যগণের মতামতের উপর ভিত্তি করিয়া ব্যাংক হিসাব পরিচালনা করিব।
 স্বপ্নায়ন ফাউন্ডেশন এর দায়িত্ব প্রাপ্ত তিনজন ব্যক্তির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক
ও অর্থ সম্পাদক যৌথ স্বাক্ষর/ফিঙ্গারে ব্যাংক হইতে টাকা উত্তোলন করিব।
ঠ. ব্যাংক হইতে টাকা উত্তোলন করিবার পূর্ব সংগঠনের সাধারণ সভা আহŸান করতঃ দুই
তৃতীয়াংশ সদস্যদের মতামতের উপর ভিত্তি করিয়া টাকা উত্তোলন করিব।
ড. আমরা দায়িত্বে যে কোন ব্যক্তি থাকি না কেন, প্রতি বছর সাধারণ মিটিং এর পূর্বে
সংগঠনের বার্ষিক আয়-ব্যয় হিসাব সম্পলিত ব্যাংক স্টেটমেন্ট সভার নুন্যতম ০৩
(তিন) দিন পূর্বে অনলাইন এর মাধ্যমে সকল সদস্যদের অবগত করা হবে।
ঢ. আমাদের সংগঠন হতে কোন প্রকার ঋণ গ্রহণ/প্রদান করা যাবে না।
 
৭। সাধারণ নির্দেশনাঃ
ক. এটি একটি অরাজনতৈকি সংগঠন বধিায় সকল ধরনরে রাজনতৈকি র্কমকাণ্ড থকেে ইহা র্সবদা
  নরিাপদ দূরে থাকব।ে তবে সদস্য গণ ব্যাক্তগিতভাবে রাজনতৈকি র্কমকাণ্ডরে সাথে জড়তি
থাকলে উহার র্চচা সংগঠনরে বাইরে করতে পারব।ে
খ. সদস্যগণরে ব্যাক্তগিত, পারবিারকি, র্আথকি, রাজনতৈকি বা সংগঠন বহর্ভিূত কোন ঝামলোয়
সংগঠন কোন সাহায্য করবে না বা দায়ী থাকবে না এবং এসব ব্যাপারে সংগঠনকে কোনভাবে
জড়তি করা যাবে না। 
গ. এটি একটি বানজ্যিকি সংগঠন। সংগঠনরে তথা সদস্যদরে র্আথকি লাভ হবে না এমন ধরনরে
সামাজকি, শক্ষিামুলক, সবো মূলক ইত্যাদি র্কমকাণ্ড থকেে সংগঠন বরিত থাকব।ে তবে অতি
মানবকি বষিয়ে সকল সদস্য মলিে যৌক্তকি সদ্ধিান্ত নওেয়া যতেে পার।ে
ঘ. সদস্যগণরে সঞ্চয় করা টাকা নর্ধিারতি লাভজনক খাতে বনিয়িোগ করা হব।ে বনিয়িোগকৃত টাকা
থকেে যে লাভ আসবে তা সকল সদস্য সমানভাবে পাবে অথবা নতুনভাবে বনিয়িোগ করা হব।ে
ঙ. এই সংগঠন কোন ধরনরে লোন দতিে পারবে না বা লোনরে মাধ্যমে কোন ধরনরে সুদ খতেে
পারবে না। এমনকি কোন সদস্যও এখান থকেে লোন নতিে পারবে না কারন ইহা সংগঠনে
অন্তদন্দরে সৃষ্টি করতে পার।ে 
চ. মাসকি সঞ্চয়রে টাকা বনিয়িোগ ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। সদস্যগণ কোন
বনিোদনমুলক বা অন্য র্কমসূচী হাতে নলিে তার জন্য আলাদা চাঁদা দতিে হব।ে তবে র্সব সম্মতি
ক্রমে লভ্যাংশরে কছিু টাকা এসব কাজরে জন্য আলাদা করে রাখা যতেে পার।ে 
 
 
 
 
 
 
অঙ্গীকারনামা
 
 
আমারা সকল সদস্যগণ এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, প্রত্যেক সদস্যগণ প্রতি মাসের ০১ থেকে ১০ তারিখের মধ্যে নির্ধারিত চাঁদা পরিশোধ করিব। আরও স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে, আত্মমানবতা ও দেশ তথা জনগণের সেবায় সর্বদা সচেষ্ট থাকিব। সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমারা সকলেই সততা ও নিষ্ঠার সঠিত পালন করিব। অত্র প্রতিষ্ঠানটি সুদ বিহীন (লাভ জনক) প্রতিষ্ঠানে রুপান্তরিত করার জন্য সকল সদস্যগণ প্রত্যেকের অবস্থান হইতে দায়িত্ব পালন করিব। অত্র প্রতিষ্ঠানের গঠন তন্ত্র বা নীতিমালা বহির্ভূত কোন কাজ করিব না। আমরা একক কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না, অত্র স্বপ্নায়ন ফাউন্ডেশন এর সাধারণ বা বার্ষিক সভায় দুই তৃতীয়াংশ সদস্য যে সিদ্ধান্ত গ্রহণ করিবে আমরা সকলেই তাহা মানিয়া লইব।  আমাদের সদস্যগণের মধ্যে ব্যক্তিগত দ্ব›দ্ব থাকিলে উহাকে আমরা প্রতিষ্ঠানের দ্ব›দ্ব হিসাবে নিব না। কেউ কাহারো সহিত উক্ত বিষয়টি লইয়া শত্রæতা পোষণ করিব না। যেহেতু মানুষ ভুলের উদ্বে নয়, তবে স্বপ্নায়ন ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ কার্যপরিচালনা করতে গিয়ে কোন ভ‚ল-ক্রটি হলে সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিব।
 
 
 
 
নোটঃ সুষ্ঠভাবে কার্যপরিচালনার জন্য নীতিমালার কোন ধারা, উপধারা, বাক্য, শব্দ সংশোধন বা সংযোজন বিযোজন করা যাইবে।