সবুজ বাংলাদেশ এর কৃষি উন্নয়ন:
সবুজ বাংলাদেশ একটি পরিবেশ, সমাজ ও অর্থনৈতিক টেকসই উন্নয়নকেন্দ্রিক সংগঠন হিসেবে কৃষি উন্নয়নকে অন্যতম অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং দেশের বৃহৎ জনগোষ্ঠী সরাসরি বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি খাতের টেকসই উন্নয়ন মানেই হলো মানুষের জীবিকায়ন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং পরিবেশগত ভারসাম্যের উন্নয়ন।
নিচে সবুজ বাংলাদেশের কৃষি উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক ব্যাখ্যা করা হলো:
সবুজ বাংলাদেশ কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক ও বিষাক্ত উপাদানের পরিবর্তে জৈব ও পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার উৎসাহিত করে। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আধুনিক চাষাবাদ, শস্য বহুমুখীকরণ, জলবায়ু সহনশীল ফসল চাষ, মৌসুমি চাষাবাদ ও কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং উৎপাদনও বাড়ে।
সবুজ বাংলাদেশ নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য "অর্গানিক চাষ" এবং "বিষমুক্ত সবজি ও ফল" উৎপাদনের ওপর গুরুত্ব দেয়। নিরাপদ খাদ্য বাজারজাতকরণে কৃষকদের সহায়তা ও সংযোগ তৈরি করাও এর একটি লক্ষ্য।
শিক্ষিত তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবুজ বাংলাদেশ প্রশিক্ষণ, গাইডলাইন ও ফাইন্যান্সিং সহযোগিতা প্রদানে কাজ করে। "অ্যাগ্রো-ইনোভেশন" ও "স্টার্টআপ কৃষি উদ্যোগ" এর মাধ্যমে তারা নতুন কৃষিপন্থা গ্রহণে উৎসাহিত হয়।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে স্থানীয় বাজার, হাটবাজার ও অনলাইন ভিত্তিক বিপণন ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করা হয়। "কৃষকের বাজার" বা "গ্রিন মার্কেট" তৈরি একটি উদ্যোগ হতে পারে।
নারীদের কৃষি কাজে সম্পৃক্ত করার মাধ্যমে পারিবারিক ও আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়। নারীদের জন্য আলাদা প্রশিক্ষণ, বীজ বিতরণ, ক্ষুদ্রঋণ সুবিধা প্রদান করা হয়।
জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে যে সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় খরা সহনশীল ধান, লবণ সহনশীল সবজি, উঁচু জমিতে চাষাবাদ ইত্যাদি বিষয়ে গবেষণা ও মাঠপর্যায়ে প্রয়োগে সহায়তা করা হয়।
শিশু ও শিক্ষার্থীদের মধ্যে কৃষিপ্রেম গড়ে তোলার জন্য স্কুল পর্যায়ে কৃষি ক্লাব, বাগান ও শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
মাটি ও পানির মান উন্নয়নের মাধ্যমে টেকসই কৃষি নিশ্চিত করার লক্ষ্যে জলাধার খনন, চেকড্যাম স্থাপন, কম পানি ব্যবহারকারী চাষ পদ্ধতি ইত্যাদিতে সহায়তা করা হয়।
সবুজ বাংলাদেশের কৃষি উন্নয়ন কার্যক্রম মূলত কৃষক-কেন্দ্রিক, পরিবেশবান্ধব, যুব-সমর্থিত, এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG 2, 12, 13, 15)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মূল লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা, আর্থিক স্বনির্ভরতা, পরিবেশ সংরক্ষণ, এবং কৃষি পেশাকে আধুনিক ও সম্মানজনক করে তোলা।