Sobuj Bangladesh (সবুজ বাংলাদেশ)

‘‘গ্রীণ হাউজ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে আসুন বনায়ন নিয়ে কাজ করি‘‘

আমাদের মিশন

  • পরিবেশ রক্ষায় জনসচেতনতা, বৃক্ষরোপণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা
  •  কৃষি ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও জৈব চর্চা প্রসারে সহায়তা
  •  যুবদের শিক্ষা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা
  •  মাদকবিরোধী প্রচারণা, কাউন্সেলিং ও বিকল্প কর্মকাণ্ড পরিচালনা
  •  নারীদের ক্ষমতায়ন ও বৈষম্যহীন পরিবেশ তৈরি
  •   শিশুদের মৌলিক অধিকার, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ

 

বিস্তারিত বর্ণনা:

১. পরিবেশ উন্নয়ন:
পরিবেশ রক্ষায় শুধু সচেতনতা নয়, বরং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করা। নদী ও জলাশয় সংরক্ষণ, পুনঃবনায়ন, শিল্প দূষণ নিয়ন্ত্রণ, এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিবেশ ও জলবায়ু  ক্লাব গঠন ও শিক্ষা কার্যক্রমে পরিবেশ বিষয়ক অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত করা। 

২. কৃষি উন্নয়ন:
স্থানীয় কৃষকদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান, ক্ষুদ্রঋণ সুবিধা ও কৃষি তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। কৃষিপণ্য পরিবহনে অবকাঠামোগত উন্নয়ন ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করাও এই কর্মসূচির অংশ।

৩. যুব উন্নয়ন:
তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হওয়ার জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ই-কমার্স ও স্টার্টআপে অংশগ্রহণে সহায়তা, যুব নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করা।

৪. মাদকবিরোধী আন্দোলন:
মাদক বিরোধী স্কুল-কলেজ ভিত্তিক লিফলেট প্রচারণা, সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আলাদা কেন্দ্র স্থাপন করা । মাদকদ্রব্য অধিদপ্তর এর সহযোগিতার মাধ্যমে সকল উদ্যেগ বাস্তাবায়ন করা।

৫. নারী সমতা:
নারীদের জন্য স্বাস্থ্যসেবা, বৈষম্যহীন  নিরাপদ কর্মস্থল, মাতৃত্বকালীন সুবিধা ও সামাজিক মর্যাদা এবং নারী নেতৃত্বে অংশগ্রহনে সমতার ভিত্তিতে মর্যাদা নিশ্চিত করা। গ্রামীণ নারীদের জন্য বিশেষ উদ্যোক্তা সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা। প্রাতিষ্ঠানিক ভাবে যেমন প্রাথমিক স্তর থেকেই বিশ্ববিদ্যালয় পযন্ত লিঙ্গ-সমতা অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি  এবং সর্বক্ষেত্রে মূল্যায়ণ।

৬. শিশু উন্নয়ন:
শিশুদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিশু সুরক্ষা কমিটি গঠন, বাল্যবিয়ে রোধে আইনি পদক্ষেপ, এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর মাধ্যমে শিশু উন্নয়ন গড়ে তোলা।